July 18, 2025, 9:37 pm
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি যাত্রীবাহী বাসকে ১১হাজার টাকার মামলা দেয়া হয়েছে।
রবিবার (১৫ জুন) সকালে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তারাগঞ্জের বারাতি নামক স্থানে চলন্ত বাস থামিয়ে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ এ অভিযান চালায়।
এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দোয়েল পরিবহনের ২টি বাসসহ মোট তিনটি বাসের ১১হাজার টাকার মামলা দেয়া হয়েছে।
যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। তারা বলেন, স্বাভাবিক দিনের ৭০০ টাকার ভাড়া ১২০০টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যান আর না গেলে নাই।
এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে অন্যান্য যাত্রীরাও। শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।
অভিযান পরিচালনার বিষয়ে তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে – ২৭টি বাস , ১৫ টি ট্রাক,২০টি
মাইক্রেবাস , ১২টি প্রাইভেট কার , ৩৭টি মটরসাইকেলে অভিযান চালানো হয়। এ সময় দোয়েল পরিবহনের দুটি বাস সহ মোট তিনটি গাড়ির নিয়মিত মামলা দেয়া হয়।
তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।