June 16, 2025, 7:27 pm
রাজশাহী থেকে মোঃ হায়দার আলী। গোদাগাড়ীতে কোরবানির গোশতের সাহায্য নিতে এসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ঈদের দিন অর্থাৎ ৭ জুন দৈনিক ইনকিলাবের অনলাইনসহ কয়েকটি অনলাইন পত্রিকায় গোদাগাড়ীতে কোরবানীর মাংশ নিতে এসে হঠাৎ বৃদ্ধের মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দৈনিক ইনকিলাবের গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা মোঃ হায়দার আলীর সাথে মোবাইলে ম্যাসেজ করে লোকেশন জেনে ঈদের সকল আনন্দ ত্যাগ করে ছেটে যান
মরহুম আফজাল হোসেনের মহদেহ এক নজর দেখার জন্য। তিনি ওই রাতে রান্না করা কুরবানির মাংশ, ৩০ কেজি চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বলে জানা গেছে। মুরহুমের ছেলে মেয়েদের শান্তনা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে এসেছেন।
শনিবার (৭ জুন) দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ডোমকুলী গ্রামের আব্দুল হালিম এর বাড়ির পার্শ্বে মাধবপুর গ্রামের আফজাল হোসেন (৬৫) কোরবানির মাংশ সাহায্য নিতে এসে হটাৎ করে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খোঁজ নিয়ে জানা যায় বার্ধক্যজনিত কারণ ছাড়াও তিনি অসুস্থ্য ছিলেন। তার দুই পক্ষ মিলে ৭ ছেলে ও ১ মেয়ে। মেয়েটি বৈবাহিক জীবনে বিচ্ছেদ হওয়ার পর পিতার বাড়ীতেই অবস্থান করছেন। মরহুম আফজাল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর থেকে এসে মাধবপুর নামক গ্রামে প্রায় ৫ বছর আগে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলেন। মরহুমের নামাযে জানাযা রাত ১১টার দিকে মাধবপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী ফয়সাল আহমেদ জানান, আমি জরুরীভাবে সেখানে উপস্থিত হয়েছিলাম, আমার ক্যাম্পসে ইয়াতিম, গরীব শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য খাদ্য ও মাংশ রান্না করেছিলাম। সেখান থেকে রান্না করা মাংশ, ৩০ কেজি, নগদ অর্থ সহায়তা দিয়ে এসেছি। ছেলেরা তার দেখা শুনা করতেন না। তার ছেলে মেয়েদের বুঝিয়ে এসেছি। কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে বলেছি বলে ওই রাতে এ প্রতিবেদককে জানান, উপজেলার শীর্ষ কর্মকর্তা।
মোঃ হায়দার আলী
রাজশাহী।।