May 25, 2025, 8:44 pm
বায়জিদ হোসেন।
মোংলা প্রতিনিধি :
মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৪/৩৫ জনের বিরুদ্ধে তিতুমীর চোকদারের দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে মোংলায় সড়ক অবরোধ, বিক্ষোভ, হরতালসহ লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের নের্তৃবৃন্দ।
রবিবার (২৫ মে) বিকাল সাড়ে ৫টায় মামলা প্রত্যাহারের দাবীতে ৩য় দিনের ৪৮ ঘন্টার আল্টিমেটামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মোংলা উপজেলা ও পৌর শাখার ব্যানারে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলে এ হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী শ্রমিকদলের নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী ও যুবদল নেতা আলাউদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার না করা হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে লাগাতার কর্মসূচি, অবরোধ, বিক্ষোভ এবং হরতালের মতো কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব।
মামলায় কারসাজি করে আওয়ামী দোসরদের ইশারায় স্বৈরাচারী কায়দা উল্লেখ্য করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা।
এসময় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতিো: আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সহ পৌর ও উপজেলা শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২১ মে) বিকাল ৫টায় জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর, উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে মামলা প্রত্যাহারের দাবীতে থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল থেকে ৪৮ঘন্টার আল্টিমেটাম দেয় দলটির স্থানীয় নের্তৃবৃন্দ।