May 25, 2025, 8:41 pm
বাবুল হোসেন,
পঞ্চগড় প্রতিনিধি :
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ শুরু হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র্যালি শেষে ভূমি অফিস চত্বরে আলোচনে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী প্রমুখ।