May 26, 2025, 2:36 am
পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি ঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক জামিরা গ্রামের মৃত আব্দুল সালামের স্ত্রী তানজিলা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ধরে রাতে কোন এক সময় খড়ির ঘরেরে বাঁশের সাথে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন। রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিল। পরে সকালে তানজিলাকে ঘরে দেখতে না পেয়ে বাহিরে এসে দেখে খড়ির ঘরের বাঁশের সাথে ঝুলছিলো পরে স্থানীয় লোকজন জানাজানি হলে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে জানতে চাইলে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী, জানান শুক্রবার (২৩ মে) সকালে মৃত বৃদ্ধ মহিলার ছেলে রফিকুল ইসলাম থানায় এসে আত্মহত্যার খবর দিলে, আমরা ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি।
পরে জানতে পারি তার নাতির সাথে পারিবারিক কলাহলের জেরেই অভিমান করে বৃদ্ধা তানজিলা বেগম দিবাগত রাতের যে কোন সময় আত্নহত্যা করেন। তার বয়স ৭০ এর উপরে যার কারণে কেউ বাদি না হওয়ায় তার লাশ দাফনের জন্য আমরা অনুমতি দিয়েছি। #
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া, রাজশাহী।