May 25, 2025, 8:39 pm
পাইকগাছা(খুলনা )প্রতিনিধি।।
“দেশ গড়তে করবো কাবিং বাংলাদেশ হবে বৈষম্যহীন” প্রতিপাদ্যের আলোকে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী’র উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। গ্রান্ড-ইয়েল, পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত পরিবেশনের মাধ্যমে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ সূচনা হয়। এসময় বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার কমিশনার ও ক্যাম্পুরী চিফ প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, সম্পাদক ও ডেপুটি চীফ প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, জেলা সহকারী কমিশনার অব. প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, সদস্য প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, কামরুল ইসলাম, বিএম আখতার হোসেন, অঞ্জলী রাণী শীল, এস এম শফিকুল ইসলাম, আ. সবুর খাঁ, মিলি জিয়াসমিন, নাজিরা আক্তার, সেলিনা পারভীন, অজয় রায়, কোহিনূর ইসলাম, খলিলুর রহমান, সাব ক্যাম্প চীফ মো. টুকুজ্জামান, রবিউল ইসলাম, পাপিয়া সুলতানা, প্রোগ্রাম চীফ সহকারি শিক্ষক রত্নেশ্বর সরকার, ডেপুটি অমরেন্দ্র সরকার, ডিরেক্টর এসকে আসাদুল্লাহ মিঠু, স্কাউট লিডার প্রদীপ শীল, মো. রফিকুল ইসলাম, আঃ আলীম, আঃ রাজ্জাক, প্রসাদ ঢালীসহ অনেকে উপস্থিত ছিলেন। পাইকগাছ উপজেলা কাব ক্যাম্পুরীতে ৩৩টা কাব ইউনিট অংশ গ্রহণ করেন।