May 9, 2025, 9:34 pm
এম এ সালাম,
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে সদর উপজেলার কাওয়াকোলা ও মেছড়া ইউনিয়নের সুফলভোগীদের ৩২৮টি পরিবারের মাঝে মুরগী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারে ১৩ টি করে মুরগী এবং ২ টি করে মোরগ পালন করার জন্য সুফলভোগীদের দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সিরাজগঞ্জ সদর- সিরাজগঞ্জ এর আয়োজনে, চরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমম্বিত প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর বাস্তবায়নে,
আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় উক্ত মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস অফিসার আনোয়ার হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা প্রমুখ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আলমগীর হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ডাঃ মেরাজ হোসেন মিসবাহ। এসময়ে অনুষ্ঠানে সদর প্রাণিসম্পদ দপ্তরের লাইভ স্টক ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ সাকিল হোসেন সহ অন্যরা এবং সুফলভোগী নারী- পুরুষেরা উপস্থিত ছিলেন।