May 9, 2025, 8:50 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুনামগঞ্জে শনিবার বিদ্যুৎ থাকবেনা সকাল ৭ থেকে বিকাল ৬ টা পর্যন্ত আশুলিয়ার চাঞ্চল্যকর রুবেল হ-ত্যাকান্ডের মূল হো-তাকে গ্রেফ-তার করেছে র‌্যাব-৪ নড়াইলে যুবকের ম-রদেহ উ-দ্ধার র‌্যাব-১২ এর অভি-যানে কষ্টিপাথরসহ ৩ জন পাচা-রকারী গ্রেফ-তার গোদাগাড়ীতে মাদ-ক ও বা-ল্য বিয়ে কে না বলি” ইউএনও ফয়সাল আহমেদ নড়াইলে পুলিশের অভি-যানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রে-ফতার আশুলিয়ায় ছাত্র জনতা হ-ত্যার একাধিক মামলার আসামি জামাই রনি আহমেদকে গ্রে-ফতার গোদাগাড়ী বাল্য বিয়ে ব-ন্ধ করলেন ইউএনও। রাজশাহী ১ আসনের সাবেক প্রভাবশালী এমপি ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রে-প্তার গোদাগাড়ীতে আ.লীগ নেতা নজরুল ইসলাম গ্রে-প্তার
পঞ্চগড়ে টি সি বির ডিলার কে হু-মকির অভিযোগ 

পঞ্চগড়ে টি সি বির ডিলার কে হু-মকির অভিযোগ 

মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় প্রতিনিধিঃ 

পঞ্চগড়ে একটি চক্র চাঁদা না পেয়ে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি,সি,বি) ডিলারকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ০৭ মে বুধবার (২০২৫) গিয়ে জানা যায় যে, মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, জগদলহাট, সদর, পঞ্চগড়। পঞ্চগড় তেতুলিয়া উপজেলাধীন সরকারি তালিকা ভূক্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি,সি,বি) এর একজন ডিলার। গত ১৫ এপ্রিল ২৫ খ্রি. তেতুলিয়া নির্বাহী কার্যালয়। স্বারকঃ ০৫.৪৭.৭৭৯০.৮৩১.০৫.০১৯-২৪-২৬৬ ক্রমিক নং ২, ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চত্বরে টি,সি,বি পণ্য ২৭ এপ্রিল হতে ২৯ এপ্রিল ২৫ খ্রিষ্টাব্দ আদেশ হয়। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ১২ জন ইউপি সদস্য, অফিস কর্মকর্তা, কর্মচারী, গ্রাম্য পুলিশ, তেতুলিয়া থানা দায়িত্বে থাকা পরিষদের বিড অফিসার, ট্যাগ অফিসার এর উপস্থিতি, প্রতিনিয়ত শান্তিপূর্ণ ভাবে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ডিলার ও নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ মানুষ জানান পন্য বিতরণ চলাকালিন সময়ে ঘটনার ঘটে। মোঃ মমিনুর রহমান মোমিন (২৮) পিতা: মৃত সিরাজুল ইসলাম, মো: রাশিদুল ইসলাম (২৮), পিতা: ইসমাল হোসেন, মো: বিল্লাল হোসেন (৩১), পিতা: সমসের আলি, মো: আবু সাঈদ (৫৫), পিতা: অজ্ঞাত, সকলের গ্রাম  প্রামাণিক পাড়া, শালবাহান তেতুলিয়া উপজেলা পঞ্চগড়। তারা টি,সি,বি স্মার্ট উপকার ভোগী কার্ডধারী নয়। ডিলার কর্তৃক পরিষদ হলরুমে মজুদকৃত টিসিবি পণ্য যাহা শুধু মাত্র উপকার ভোগী স্মার্টকার্ড ধারীর জন্য নির্ধারীত পণ্য রয়েছে। সেখান থেকে তারা বিনামূল্যে পণ্য চায়। ডিলার জানান এক পর্যায় পণ্য দিতে অস্বীকার করলে তারা আমাকে মারধর করার চেষ্টা ও অকথ্য ভাষায় গালিগালাজ এবং চাঁদা দাবী করেন। তাদেরকে চাঁদা না দিলে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রাস্তায় বিক্রয় কৃত পন্যের টাকা ছিনতাই ও হত্যা করিবে বলে হুমকি প্রদান করে আসছে। যার ফলে ওই এলাকায় শৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে উক্ত শালবাহান ইউনিয়ন পরিষদ এলাকার জনস্বার্থে তদন্সপেক্ষে অভিযুক্তদের পূর্ণাঙ্গ আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একান্ত প্রয়োজন অভিযোগ সূত্রে জানা যায়।  এ ঘটনাটিকে কেন্দ্র করে ডিলার জেলা প্রশাসক, পঞ্চগড় তেঁতুলিয়া নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ, জেলা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব, তেঁতুলিয়া বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম জানান ঘটনাটিকে কেন্দ্র করে একটি লিখিত অভিযোগ পেয়েছি। টি সিবি ডিলার বলেন যে সি সি ফুটেজ দেখলেই আপনারা বুঝতে পারবেন। এ বিষয়ে মোমিনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD