May 9, 2025, 9:37 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে চলতি বছর আম উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্র ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন। বিক্রির লক্ষ্যমাত্রা ১ হাজার ৬৯৫ কোটি টাকার। আর আম পাড়া যাবে ৫ মে থেকে।
বুধবার রাজশাহীতে আম সংগ্রহ, পরিবহন ও বাজার জাতকরণ বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আফিয়া আখতার।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তারসহ কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন মালিকদের উপস্থিতিতে জেলা প্রশাসক ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরে ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। আর ২০ মে থেকে গোপালভোগ নামাতে পারবেন। এছড়াও রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গ বা ল্যাংড়া ১০ জুন, আমরুপালি বা ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি আম-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই থেকে পাড়া যাবে। এছাড়া সারাবছর কাটিমন ও বারি আম-১১ জাতের আম পরিপক্কতা সাপেক্ষে নামানো যাবে।
জেলা প্রশাসক আরও জানান, এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এবার রাজশাহীতে আম বিক্রি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৬৯৫ কোটি ৮৫ লাখ টাকা।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।