May 9, 2025, 9:31 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ৩০ টাকা কেজিতে ক্রয় করতে পারবেন বলে জানায় উপজেলা খাদ্য বিভাগ।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় বিরামপুর পৌর শহরের ঢাকামোড়ে শাহিন সাইকেল ঘরের সামনে ওএমএস ডিলার রিহা ট্রেডার্স এর মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কমর সেলিম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রব তোতা, সাংবাদিক ফরিদ হোসেন, রিপন মানিক প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৌহিদুর রহমান জানান, সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতায় এবং উপজেলা খাদ্য বিভাগের বাস্তবায়নে অত্র উপজেলা সদরের ছয়জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন চাল বিক্রি করা হবে। প্রতিদিন একজন ডিলার এক মেট্রিক টন করে চাল সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিক্রয় করবেন।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।