May 9, 2025, 9:33 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে “ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে ধারন করে, ২০২৪ -২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা সংরক্ষন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার বিকেল ৪টায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চথলবাড়ী বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক এস এম আলাউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, ফেডারেশন সভাপতি এসডিএফ মোঃ মোরশেদ মৃৃধা, ব্যবস্থাপক এসডিএফ রুস্তম আলী, উপজেলা মেরিন ফিসারীজ অফিসার মোঃ মাহবুব আলম, জেলেদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মানিক খান,অনুষ্টানে বক্তারা ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের ছোট ইলিশ “জাটকা” নিধন থেকে বিরত থাকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, নিষিদ্ধ জাল দিয়ে মাছ আহরন ক্রয় বিক্রয় সম্পুর্ন নিষেধ। যারা এধরনের কর্মকান্ড বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছেন এখনই সাবধান হন। যদি সাবধান না হন তাহলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।