April 18, 2025, 10:08 pm
মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়:
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি বিরল প্রজাতির নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৯-এপ্রিল) উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্তবর্তী শিংরোড জয়ধরভাঙ্গা এলাকা থেকে এই নীলগাই উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে নীলগাইটিকে দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে আহত অবস্থায় নীলগাইটিকে আটক করতে সক্ষম হন স্থানীয় সাধারণ মানুষ। পড়ে নিকটস্থ শিংরোড বিওপির বিজিবি সদস্যদের সহযোগিতায় বন বিভাগ পঞ্চগড় নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে যায়।