April 4, 2025, 6:09 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেদ্রীয় মজলিশে শুরা সদস্য,ময়মনসিংহ ৪ সদর আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,
ময়মনসিংহ সদরকে চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত করাসহ আগামীতে আমরা একটি তারুণ্য নির্ভর সমাজ দেখতে চাই। সকলকে সাথে নিয়ে চাঁদাবাজ,সন্ত্রাস
,মাদক ও দখলদার মুক্ত সদর গড়বো ইনশাআল্লাহ। জামায়াত দেশ সেবার সুযোগ পেলে আর কোন দাবি করতে হবে না, বরং জনগনের সংকটগুলো খুঁজে নিয়ে সমাধানের চেষ্টা করবে জামায়াত। এদেশের যুবকরা বৈষম্যমুক্ত যে সমাজের স্বপ্ন দেখেছিল তেমন একটি সমাজ গড়তে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ময়মনসিংহ-৪ আসন এলাকার সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
তিনি বুধবার (২ রা এপ্রিল) বিকেলে ময়মনসিংহ-৪ আসন নির্বাচনী এলাকার কুষ্টিয়া ও অষ্টধার ইউনিয়নে বিভিন্ন গ্রামগঞ্জের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
আমীরে জামায়াত কামরুল আহসান ইমরুল বলেন- দেশের মানুষ আর ভোট বিহীন সাজানো নির্বাচন দেখতে দেখতে চায় না। ডামি নির্বাচন করে আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু এদেশের ছাত্র-জনতার মাধ্যমে আল্লাহ তাদের সে অপশাসন থেকে দেশবাসীকে রক্ষা করেছেন।”
তিনি বলেন, “আ’লীগ দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এমনকি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। মেয়েদের ইজ্জতের কোন গ্যারান্টি ছিল না। এসব বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। রংপুরের আবু সাইদের মত অসংখ্য ছাত্র-জনতার বুকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামীলীগ এদেশের মালিক ছিল না। তারা দেশের মালিক থাকলে দেশ ছেড়ে পালাতো না। বাড়িওয়ালা বাড়ি ছেড়ে পালায় না, বরং ভাড়াটিয়া খেলাপি হলে পালিয়ে যায়। আওয়ামীলীগের বেলায়ও তাই হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও দেশকে শান্তিতে রাখতে দিচ্ছে না। চারিদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে।”
তিনি আরো বলেন, “আমাদের ওপর অবিচার করা হয়েছে। কিন্তু আমরা বলি আওয়ামী লীগের ওপর সুবিচার করা হোক। কেননা তাদের ওপর সুবিচার করা হলেও তাদের শাস্তি হবে। তাদের বিচার হবে এজন্য যে, আর যেন কেউ এমন দুর্বৃত্ত না হতে পারে। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আমাদের সন্তানরা। তাদের সে মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। সবাই মিলেমিশেই দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। আমরা ধর্ম-বর্ণে কোন বিভাজন করিনা। বিশেষ কোন গোষ্ঠী নয়, বরং ‘প্রত্যেকেই আমরা একেকজন যোদ্ধা’।
পরিশেষে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন। এসময় তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর, সদর উপজেলা ও অষ্টধার এবং কুষ্টিয়া ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।