April 4, 2025, 5:23 pm
আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের শার্শার ইছাপুর গ্রামের শফি ইট ভাটার পাশ থেকে জামাল হোসেন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি এ্যাপাসি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার মরদেহ ইটভাটার পাশে রেখে চলে যায়। এব্যাপারে জিজ্ঞাসা বাদের জন্য জাহিদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের আইউব হোসেনের ছেলে।
রোববার রাত ১০ টার দিকে ইছাপুর গ্রামের শফি ইটভাটার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শার্শা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে ও মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
পুলিশ জানায়, শার্শার বালুন্ডা সেতাই সড়কের ইছাপুর গ্রামের শফি ইট ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি কালো রংয়ের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫ টি মেহগনি গাছের ডাল একটি মোবাইল ফোন পড়ে ছিলো। সেগুলো উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহতের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, নিহত জামাল মাদক চোরাচালানের সাথে জড়িত। এদিন নিহত জামাল হোসেন ও তার সহযোগী জাহিদ হোসেন মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলো।তবে জামাল নিহত হওয়ার পর থেকে জাহিদ আত্মগোপনে ছিলো।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদ হোসেনকে আটক করা হয়েছে । তার কাছ থেকে সঠিক ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।