April 12, 2025, 7:28 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নে ইসলামী সামাজিক সংগঠন ইসলামি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় ১১২ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ইসলামি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোবারক হুসাইন সভাপতিত্বে চহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে
সকাল ১০ ঘটিকায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সময় উপস্থিত ছিলেন ইসলামি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী মাওলানা মোস্তাক বিল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সেলিম, মাওলানা আল হাদীসহ আরো অন্যান্য উপদেষ্টা মন্ডলীরা বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, ইসলামি ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত ভাবখালী ইউনিয়নে আর্তমানবতার কল্যাণে নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা এই সংগঠনের সকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তার লাভ করুক সেই কামনা করি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোবারক হুসাইন জানান, আমাদের এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, বন্যায় ত্রাণ সহায়তা প্রদান, এতিম ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন দুর্যোগে সর্বদাই মানবতার কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি ঈদের মতো এই ঈদেও আমাদের এই আয়োজন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের
সহ সভাপতি- মুফতি মতিউর রহমান ত্বকী,মাওলানা ইলিয়াস মাহমুদী, সাধারণ সম্পাদক- মুফতি সুলাইমান হুসাইন সাংগঠনিক সম্পাদক- মুফতি নজরুল ইসলাম সহ সাংগঠনিক- মুফতি নাজমুল হুদা প্রমুখ। ঈদ উপহার সামগ্রী হিসেবে ছিলো চিনিগুড়া চাউল ১ কেজি,চিনি ৫০০ গ্রাম,সেমাই ১ পেকেট,(৪ প্যাক) নুডলস ১টি,সয়াবিন তেল ৫০০ গ্রাম,চিপস পিঠা ২৫০ গ্রাম,গোসলের সাবান ১টিসহ ৫ শত টাকা মুল্যের পার প্যাকেজ।