April 12, 2025, 7:27 am
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার ঢাকাইয়া মোকছেদের ছোট ভাই মৃত আবুলের স্ত্রী দিলারা বেওয়া (৫৫) কে দিন দুপুরে তাদের নিজ শয়ন ঘরে কে বা কারা গলা কেটে হত্যা করে ফ্লোরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
২৯ মার্চ দুপুর ১২ টার দিকে পালিত মেয়ে আভা ও জামাই রকি এসে দেখতে পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানায়।
নিহত দিলারা একটি প্রতিষ্ঠিত এনজিওতে চাকুরি করতেন, তিনি নিঃসন্তান, একমাত্র পালিত মেয়ের আভার বিয়ের পর একাই নিজ বাড়ীতে বসবাস করতেন।
সরে জমিনে গিয়ে দেখা গেছে ঘটনার সময় আনুমানিক সকাল ১০ টা থেকে সাড়ে ১১টার মধ্যে, সে সময় ঘরের সামনে ছোট ছোট শিশুরা খেলাধুলা করছিল। গলা কেটে হত্যা করায় প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে, মেঝেতে রক্ত জমাট বেধেছে এবং একটি পুরাতন ইট নিহত মহিলার বিছানায় পাওয়া গেছে, চুরি কিংবা কোন ভাঙচুরের ঘটনা পরিলক্ষিত হয় নাই। কি কারনে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে প্রাথমিকভাবে ধারনা করতে পারছে না পরিবারের অন্যান্য সদস্যরা।
হত্যাকাণ্ডের ঘটনাস্থল থানা ক্যাম্পাস সংলগ্ন দক্ষিণে ফাজিল মাদ্রাসা রোডে। নিহত দিলারার স্বামী মৃত আবুল ও ভাসুর ঢাকাইয়া মোকছেদের ৫ ভাই, তারা সবাই চাউল ব্যবসায়ী। তাদের সকলের বাড়ী পাশাপাশি। সকালে নিজ নিজ দোকানে চলে যায়। মৃত মহিলাটি দশটার দিকে বাসায় ঘুরাঘুরি করছেন বলে পরিবারের লোকজন জানায়।
এলাকাসীর ধারনা মহিলার সঞ্চিত টাকার কারনে ঘটনাটি ঘটতে পারে। নিহতের আপন ভাই মনজুরুল ইসলাম তদন্ত স্থলে উপস্থিত আছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তিনি বলেন, দিলারা বেগমের গলায় কাটা অবস্থায় লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট করে মর্গে পাঠান লাশটি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। প্রাথমিক ধারনা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। তবে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ক্লু উদ্ধারে ক্রাইম সিন পুলিশের সহযোগিতা নিয়েছেন তারা।
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।