April 3, 2025, 10:44 pm
নিজস্ব প্রতিবেদকঃ
নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল ২৪ মার্চ সোমবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এবং সন্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ইউরোপ,আমেরিকা, রাশিয়া, আফ্রিকা ও এশিয়ার সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাছির, মোঃ নাসির উদ্দিন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, নিউইয়র্ক মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন। নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল বারী তিতাস, সুমন সরদার, কামাল হোসেন হাওলাদার, জামাল হোসেন, আব্বাস উদ্দিন, ফারদিন রেজা রনি, মিজানুর রহমান,নুরুল হুদা, বিএনপি নেতা জীবন শফিক, মজিবুর রহমান স্বপন, হাসান মাহমুদ, কাজী মনির, সোহেল, রুবেল গাজী,শেখ জুয়েল, ইকবাল হোসেন মান্নু, যুবদল নেতা মনির হোসেন ,, ছাত্রদল নেতা রাকিব হোসেন, আকতার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন খোকন বলেন- বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ঘোষনা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্নের স্বনির্ভর ও স্বার্বভৌম বাংলাদেশ গঠন করতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।প্রধান বক্তা জনাব হাবিবুর রহমান সেলিম রেজা বলেন- দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে-প্রবাসে আমরা বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী সরকারের পতন ও দেশ থেকে পলায়ন হয়েছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম চলবে।সমাপনী বক্তব্যে অনুস্ঠানের সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন বলেন- বাংলাদেশের বর্তমান রাজনৈতিক জটিল পরিস্থিতিতে খুব সতর্কতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সকলের সহযোগিতায় সুন্দর ইফতার আয়োজনে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সফিকুল ইসলাম শাওন ।।