April 22, 2025, 5:50 am
তরিকুল ইসলাম তরুন।
কুমিল্লা প্রতিবেদক,কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল ইউনিয়নের দেউশ গ্রামের পূর্ব পাড়ায় আবুতালেবের স্ত্রী জেসমিন আক্তার ধনি গত ২১ শে ফেব্রুয়ারী মৃত্যু বরন করেন। তার মৃত্যুর পূর্বে তারপ্রতিবেশী স্বজন ডাঃ রৌশন আলী ও তার স্বামী আবুু তালেবের কাছে অছিয়ত করেন যে তিনি মারা গেলে ডা: রৌশন আলী পারিবারিক গোরস্থানে তার দাদির কবরের পাশে যেন দাফন করা হয়। কিন্তু দেখা গেলো অছিয়তের সময় ৭২ ঘন্টা না পেরুতেই ঐ নারী জেসমিন আক্তার ধনি হঠাৎ করে মারা যায়, এসময় তার মৃত্যুতে স্বজন দের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় একটি কুচক্রী মহল স্বজন দের বুদ্ধি পরামর্শ দিতে থাকে যে জেসমিন আক্তার ধনির প্রতিবেশী স্বজন ডাঃ রৌশন আলীর প্রতিষ্ঠা করা মাদ্রাসার সামনে সরকারি ১/১ খতিয়ানভুক্ত ভূমি দখলনকরে কবর তৈরি করে মাটি দেওয়ার জন্য, এতে জেসমিন আক্তার ধনি স্বামী আবু তালেব কু পরামর্শে রাজি হয়ে মাটি দিতে আসে।এতে করে ডাঃ রৌশন আলী ও তার ছেলেরা বলেন এখানেতো কোন গোরস্থান নাই,এখানে কেন দাফন করা হবে? ধনির অছিয়ত করা আমাদের পারিবারিক গোরস্থানে দাফন করো,কিন্তু মাদ্রাসা বিদ্বেষী কুচক্রী মহলের পরামর্শে জোরপূর্বক আবু তালেব তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সরকার খাসের জায়গায় দাফন করে প্রায় ৪ শতক জায়গা দখল করে দেওয়াল নির্মানের চেষ্টা করে, জায়গায় টি মাদ্রাসার সামনা রাস্তার পাশে, যেখানে মাদ্রাসার ক্লাস বিরতির সময় শিক্ষার্থীরা স্থানটিতে খেলাধুলা করে।স্থানীয় বাসিন্দা নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি ও ডাঃ রৌশন আলী সাংবাদিক দের বিষয়টি অবহিত করেন। পারিবারিক গোরস্থানে জেসমিন আক্তার ধনির অছিয়ত করা বিষয়টি মূল্যায়ন না করে সরকারি জায়গায় দফনের উদ্দেশ্য কি? জায়গায় টি দখলের পায়তারা চলছে। এবিষয়ে ডাঃ রৌশন আলী আদালতের দারস্থ হয়ে মামলা দায়ের করেন। মাদ্রাসা কতৃপক্ষের ও শিক্ষার্থীদের দাবী এখান থেকে কবর উত্তলন করে পারিবারিক গোরস্থানে দাফকরা হোক এবং ছাত্র দের জন্য সরকারী খাস কৃত জায়গাটি অবমুক্ত করা হোক। যারা কু পরামর্শ দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করেছে ও সরকারি সম্পক্তি দখল করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক।এ বিষয় টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তার বিষয় টি জানা নেই এখন যেহেতু শুনছি খবর নিয়ে আইন মোতাবেক ব্যাবস্থা নেব।