April 22, 2025, 7:28 am
সেলিম মিয়া ফুলবাড়িয়া : ঈদযাত্রা নিবিঘœ করতে সড়কের উপর ফুটপাতে বসা অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে গতকাল মঙ্গলবারও অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। এ সময় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান সঙ্গে ছিলেন। অভিযান পরিচালনাকালীন সংশ্লিষ্টদের আবারও শেষবারের মতো সতর্ক করা হয়। অন্যথায় তাদেরকে (অপরাধীদের) আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা। অভিযানকালীন সড়কে থাকা কয়েকটি মোটর বাইক ও সিএনজিকে আটক করা হয়। আলম এশিয়া পরিবহণ প্রা: লিমিটেডকে কাউন্টার হতে গেইট বন্ধ করে যাওয়ার জন্য শেষবারের মতো সতর্ক করা হয়। বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এ দিন সকালে কিছুটা যানযটের কবলে পড়লেও দুপুর থেকে (অভিযান পরিচালনার পর) যানযট একেবারে ছিল না বলেই চলে। তবে এক শ্রেণির রাজনীতিবিদেরা গোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছেন বলে গুঞ্জন শুনা যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, যানজট মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে আইন অমান্যকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা চাই।