April 22, 2025, 7:15 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
সকল নাগরিকের সম অধিকার ও সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষে ও একটি আধুনিক, মডেল উপজেলা গড়তে এবং নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে নিজকে নিয়োজিত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি বলেন, যতোদিন বেঁচি থাকবো ময়মনসিংহ সদরবাসীর উন্নয়ণে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে তিনি ময়মনসিংহ সদর আসন নির্বাচনী এলাকার ৯নং খাগডহর ইউনিয়নের,কালিকাপুর এলাকায় ১ নং ওয়ার্ড জামায়তে ইসলামি এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ,ময়মনসিংহ মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য
ওয়ালী উল্লাহ মুজাহিদ,মহানগর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর। আবু কাউসার,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহের এসিস্ট্যান্ট সেক্রেটারী, মোঃ আনোয়ারুল হক সুজন,চরকালীবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সুরুজ্জামান সাহেব
এডওয়ার্ড ইনস্যিাটিউশন, ময়মনসিংহের সাবেক সিনিয়র শিক্ষক, হযরত মাওলানা কাজী নূরুল্লাহ প্রমুখ।
মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ হলো আগামী দিনে ইসলামি কল্যাণ রাষ্ট্র গঠন করা। কারন যে রাস্ট্র ইসলামী ধর্মীয় নিয়মে চলবে সে রাস্ট্রে কোন অনিয়ম দুর্নীতি থাকবেনা। ইসলামী দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাস্ট্র ক্ষমতায় থাকে তাহলে সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড গতিশীল হবে,প্রতিটি ইউনিয়ন পর্যায়ে উন্নয়ণের ছোয়া লাগবে। তাই আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাতে সকলে সহযোগী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।