February 15, 2025, 7:05 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
তানোরে ফের গভীর নলকুপ জবরদখলের অভিযোগ নেছারাবাদে জমিজমা বিরো-ধ এর জের ধরে মা-রামা-রি থানায় অভিযোগ থানচিতে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডু-বে এক শিশু নিহ-ত আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি—মেজর জেনারাল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বি-রোধের জেরে হামলায় উভয় পক্ষের ৭ জন আহত পাবনা-২ আসনে অধ্যাপক হেসাব উদ্দিনকে জামায়াতের প্রার্থী ঘোষণা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে-হাবিবুর রহমান রাজশাহীতে দায়িত্ব পালন করার সময় এক পুলিশ কর্মকর্তার মৃ-ত্যু পাইকগাছায় সপ্তদ্বীপার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান পাইকগাছায় তরমুজ চা‌ষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
চট্টগ্রাম প্রবাসী ক্লাব আগামী দিনে প্রবাসীদের আস্থারস্থল হবে…মেয়র ডা. শাহাদাত হোসেন 

চট্টগ্রাম প্রবাসী ক্লাব আগামী দিনে প্রবাসীদের আস্থারস্থল হবে…মেয়র ডা. শাহাদাত হোসেন 

শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম প্রবাসী ক্লাব আগামী দিনে প্রবাসীদের আস্থার ঠিকানা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ, কৃতি শিক্ষার্থী ও সিআইপিদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা ব্যক্ত করেন। প্রবাসীদের শ্রমে কষ্টে অর্জিত রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করে, দেশের অর্থনীতিকে প্রবাহমান রেখেছে। নিজের পরিবার পরিজন ছেড়ে সুদূর প্রবাসে পাড়ি জমিয়ে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করা যায় না বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, আপনারা যারা আজ সবাই একটি সংগঠনের মাধ্যমে একত্রিত হয়েছেন, ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটা ভালো উদ্যোগ। সরকারের কাছে আপনাদের অনেক চাওয়া – পাওয়া আছে।

আমরা আশা করব, এদেশের সুষ্ঠুভাবে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর, জনবান্ধব সরকার ক্ষমতায় এলে জনগণের দুঃখ – দুর্দশা লাগব হবে।

চট্টগ্রাম বিপণ বিতান দুইয়ে আয়োজিত চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ষপূর্তি অঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন 

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি। ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব, সিডিএ বোর্ড মেম্বার ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কঁচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ শাহ নওয়াজ, কেফায়েত উল্লাহ কিসমত (সিআইপি), মোঃ মঈন চৌধুরী, আব্দুল মান্নান (সিআইপি) নাজিম উদ্দিন সিকদার, ইকবাল হোসেন।

সভাপতির বক্তব্যে খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন, প্রবাসী ক্লাব প্রবাসীদের সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে প্রবাসীরা যাতে দেশে এলে তাদের একটা ঠিকানা হয় সেজন্য এ ক্লাবের পথচলা। তিনি প্রবাসী ক্লাবের সহযোগিত প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রবাসী ট্রাভেলস এন্ড ট্যুরিজম, প্রবাসী টেলিভিশন, প্রবাসী রিয়েল এস্টেট ও প্রবাসী গাড়ি সেবা প্রকল্পের সেবা গ্রহণের জন্য সকল প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

এসময় আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান, দিদারুল আলম,আবু ইউসুফ মামুন, সোহেল সিকদার, নুরুল কবির, মোঃ শফি প্রমুখ।

অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়, প্রথম পর্বে ছিল কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে প্রধান এবং দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও লটারিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ।

এইছাড়াও আগামী দুই বছরের জন্য  চট্টগ্রাম প্রবাসী ক্লাব  লিঃ-এর পরিচালনার জন্য এম এ হেলাল সিআইপি’কে আজীবন চেয়ারম্যান ও ইসমাইল ইমনকে ভাইস চেয়ারম্যান করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১৫ জন উপদেষ্টা ও ২১ জনকে পরিচালনা পরিষদের জন্য আহবায়ক কমিটির মাধ্যমেই মনোনীত করা।  

সন্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ। 

(১) মোঃ ইব্রাহিম সি আই পি(২) ছৈয়দ ভাই(সাতকানিয়া)
(৩) আব্দুল মন্নান সি আই পি (৪) কমর উদ্দীন(৫) নুরুল কবির
(৬)ইঞ্জিনিয়ার মহসিন(৭) ইদ্রিস(রাঙ্গুনিয়া)(৮) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল চৌধুরী(৯)কামাল উদ্দিন(রাঙ্গুনিয়া)(১০) সিরাজুল ইসলাম (সাতকানিয়া)(১১) মাহাবুবুল আলম মুন্না (রাউজান)(১২) শিবলী মোহাম্মদ(সন্দীপ)

পরিচালনা পরিষদের সদস্যবৃন্দের নাম।
(১) কামাল উদ্দীন(পারভেজ)(২) মোঃদিদারুল আলম(সন্দীপ)
(৩) আকবর হোসেন(অভি)(৪) নাজিম উদ্দীন সিকদার
(৫) আবু ইউসুফ(মামুন)(৬) আব্দুল মন্নান(কোটিপতি)
(৭) সাংবাদিক ফিরোজ(৮) সোহেল শিকদার
(৯) হাজী আবুল কাসেম(১০)জসিম কুসুমপুরী(১১) মাহমুদুর রহমান (রাঙ্গুনিয়া)(১২)শফিক ইসলাম শাহীন সন্দ্বীপ(১৩) বেলাল আনোয়ার

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD