August 10, 2025, 12:15 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর চাটখিলে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা সহ সামছুল আলম নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অপর এক অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে জানান, চাটখিল থানাধীন ৫ নং মোহাম্মদপুর
ইউপির মাইজ্জাখালী ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, নোয়াপাড়া (বাঘের মিজি বাড়ী) ইসমাইল হোসেনের ছেলে মোঃ সামছুল আলম (২৪) কে গ্রেফতার করা হয়। এ সময় উক্ত আসামির হেফাজত হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাটখিল থানার মামলা করা হয়েছে, মামলা নং- ৫, তাং- ১১/০১/২৫ ইং। ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।