December 22, 2024, 10:01 pm
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশের ফেসবুক ভিত্তিক গ্রুপ “বাংলাদেশ ভেস্পা কমিউনিটি” উদ্যোগে হয়ে গেল নবাবী রাইড। নিরাপত্তার দায়িত্বে ছিল ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বাংলাদেশ ভেসপা কমিউনিটির উদ্যোগে ৬০০ ভেস্পা রাইডারের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। এ সময় বাংলাদেশ ভেস্পা কমিউনিটির গ্রুপ এডমিন দিদারুল হক সুজন সহ প্রায় ৭০০ রাইডার উপস্থিত ছিল। তাদের এই নবাবী রাইড উপভোগ করার জন্য প্রচুর পর্যটকের আগমন ঘটে আর বাংলাদেশ টুরিস্ট পুলিশ উপস্থিত সবাইকে তথ্য ও নিরাপত্তা সেবা প্রদান করে। অনুষ্ঠানের শুরুতে গ্রুপ এডমিন দিদারুল হক সুজন বলেন, পুরাতন কে লালন করা এবং নতুন কে বরণ করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। বিগত তিন বছর যাবত এই অনুষ্ঠানটি আমরা পালন করে আসছি।টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে বলেন, এই নবাবী রাইড নতুন এবং পুরাতনের মাঝে এক মেলবন্ধন সৃষ্টি করেছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয়। বাংলাদেশের নবাবদের যে স্টাইলটি ছিল সেটি আজকের রাইডার রা সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত হয়ে নতুন প্রজন্মকে কিছুটা জ্ঞান দান করার চেষ্টা করেছে। এটি একটি ভালো উদ্যোগ। অনুষ্ঠানের শেষে ৩০০ ফিট থেকে রাইডাররা ভেস্পা এবং পুরনো দিনের ভক্সওয়াগন কার চালিয়ে পূর্বাচল হেলিপ্যাডে গিয়ে রাইড শেষ হয়। এরপট বিভিন্ন বিষয়ে পারদর্শীদের ক্রেস্ট প্রদান করা হয়।