December 6, 2024, 10:55 pm
এম এ আলিম রিপন : পাবনার সুজানগর উপজেলার জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও ঘোড়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো.সাইদুর রহমান সাইদের নতুন বসত বাড়ীতে পেট্রোল ডেলে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ঘোড়াদহ ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সাইদুর রহমানের আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ তার। এ ঘটনার বিচার চেয়ে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সাইদুর রহমান সাইদ। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানাযায়, ওইদিন রাতে দুর্বৃত্তরা তার বাড়ীতে হামলা চালিয়ে পেট্রোল দিয়ে নতুন একটি টিনের ঘরে আগুন জালিয়ে দেয়। এ সময় বাড়িতে কেউ ছিলনা। পরে আশপাশের লোকজন এসে তার ঘরে দাউ দাউ করে জ্বলা আগুন নিভানোর চেষ্টা করে। তবে তার আগেই আগুনের লেলিহান শিখায় ঘরের বেশিরভাগ টিন পুড়ে যায় । এদিকে ন্যাক্কারজনক এ ধরণের ঘটনায় দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরাসহ স্থানীয় এলাকাবাসী । এবিষয়ে সুজানগর থানা পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।