November 12, 2024, 5:46 am
আব্দুল হামিদ,
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলাধীন সাত্তার কান্দি এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীদের উপর অপর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর অনুসারীরা অর্তকিত হামলার ঘটনা ঘটিয়েছে। এতে এড. মোহাম্মদ আলীর পক্ষের অন্তত ১২জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তারা।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পূজা উৎযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তার নেতাকর্মীরা সাত্তার কান্দি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে অতর্কিত ভাবে মাহবুব আনাম স্বপন ফকিরের অনুসারীরা তাদের উপর হামলা চালায় বলে জানা যায়।
এ ঘটনায় আহতরা হলেন, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সদস্য টনি, মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম সম্পাদক মানিক মিয়া, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য বাপ্পী তালুকদার, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক শ্রমিক নেতা সোহেল, কুড়াগাছা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য তানভীর তালুকদার, সাবেক ছাত্র নেতা আল আমিন ও কাজী মান্নান সহ আরও কয়েক জন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্হা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি’র মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।