October 14, 2024, 8:56 pm
বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও হেয়াররিং ডিভাইস বিতরন সহযোগিতায় শেয়ার ট্রাস্ট, সুন্দরবন কোলিশন, ম্যানটোরিং সংস্থা জাগো নারী, বাস্তবায়নে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা, সিবিডিবি, ঈশানা নারী ফাউন্ডেশন, বড়বগী,নিশান বাড়িয়া,ও পঁচাকোরালিয়া ৩ টি ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও হেয়ারিং ডিভাইস বিতরণ ১৮ সেপ্টেম্বর রোজ বুধবার তালতলী উপজেলা পরিষদ কার্যালয়ের রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মি:মংচিন থান এর সভাপতিত্বে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আরিফুর রহমান, সোনা কাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো:ইউনুচ, পচাঁকোরালিয়া ইউপি চেয়ারম্যান মোঃআব্দুল রাজ্জাক হাওলাদার সুন্দরবন কোয়ালিশন জাগোনারী টেকনিক্যাল ম্যানেজার দেবাশীষ কর্মকার, আর এসডিও সিনিয়র ভলান্টিয়ার মি:মংথানচো জোজো ও ঈশানা নারী ফাউন্ডেশন সিনিয়র ভলান্টিয়ার মো:
হুমায়ুন কবির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি