October 13, 2024, 5:22 pm
নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটির উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৬ নং পাওতা ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।
আরিফুল ইসলাম কে দলীয় ভাবে বেকায়দায় ফেলার জন্য এখন আওয়ামী লীগ নেতার বানানোর চেষ্টা করা হচ্ছে। একটি কুচক্রী মহল বিভিন্ন ফেইক আইডি দিয়ে এই ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে । সত্যতা যাচাই করে দেখা যাচ্ছে তিনি পাওতা ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার ফেইসবুক আইডি থেকে বিগত সময়ের বিভিন্ন তথ্য নিয়ে দেখা যায় তিনি একজন বিএনপির নিবেদিত কর্মী।
এ বিষয়ে আরিফুল ইসলাম (মেম্বার)বলেন, আমি জনগনের বিপুল ভোটে ইউপি সদস্য হবার পর, আমি বিএনপি করি বিদায় আমাকে পরিষদে যেতে দেওয়া হয়নি। তাই আমার নামে বিভিন্ন সময় একটি প্রভাবশালী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। অতি শীঘ্রই এই অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।