October 9, 2024, 7:26 pm
মশিউর রহমান,
হবিগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী। গুম, খুন, লুটপাট, মেয়েদের ইজ্জত লুন্ঠনের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের মানুষের উপর, ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের উপর এতোটাই নির্যাতন করেছে যে, বিচারের ভয়ে তারা পালাতে গিয়ে এখন খালে বিলে মাছের মত ধরা পড়ছেন।
তিনি বলেন, গত ১৫ বছরে জামায়াতের সাবেক দুই আমিরসহ কেন্দ্রীয় ১১ জন নেতাকে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে ফাঁসিতে ঝুলিয়ে, ৫ জনকে জেলের ভেতরে রেখে এবং ১ জনকে জেলের বাহিরে নৃশংসভাবে হত্যা করা হয়। হাজারও নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে।
তিনি শনিবার সকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
হবিগঞ্জ জেলা জামায়ত আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী কাজী মহসিন আহমেদের সঞ্চালনায় এতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে ছাত্র আন্দোলনে নিহত হবিগঞ্জের ১৫ জনের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।