October 13, 2024, 4:48 pm
মো: আজিজুল ইসলাম(ইমরান)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল-কলেজ ও বাড়ির দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়। তবে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে, পাল্টে গেছে দেয়ালের চিত্র। রংপুরের তারাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেয়াল বদলে গেছে চিত্রাংকনে।
স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়াল লিখনে ব্যস্ত সময় পার করছেন। শনিবার (১৮আগস্ট) দুপুরে সদর থানা,রাজ্জাক পার্ক,প্রেসক্লাব সহ বিভিন্ন দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায় শিক্ষার্থীদের। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে অন্যরূপে সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা দেয়ালে লিখনে অংশ নেয়।
শিক্ষার্থীদের সাথে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা এ সমাজেই বসবাস করি। আমাদের চারপাশের সৌন্দর্য আমাদেরই রক্ষা করতে হবে। একটি সুন্দর পরিবেশে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। মনখুলে নিশ্বাস নিতে চাই।