October 13, 2024, 6:46 am
নাজিম উদ্দিন রানা
অন্তর্বর্তীকালীন সরকার দেশে সুষ্ঠ পরিবেশ তৈরী করে তারপরই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি চৌধুরী এই কথা বলেছেন।
বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি গত ১৬ বছরে গুম, খুন, হত্যা, মামলার বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন।
এছাড়া তিনি শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করার জন্য আবু তাহেরের পুত্রদেরকে দায়ী করে বলেন, তাদের সন্ত্রাসী হামলার কারণে লক্ষ্মীপুরে ১২টি খুন হয়েছে।
পরে একটি বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে কালেক্টরেট স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ন আহ্বায়ক হাসিবুর রহৃান হাসিব,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ন-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হাুরুনুর রশিদ হারুন, কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আকম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ।