September 17, 2024, 4:01 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার, ঐতিহ্যবাহী শিকারপুর বন্দর টু উজিরপুর সড়কের সরকারি শেরেবাংলা ডিগ্রী কলেজের অংশ সন্ধ্যা নদীতে বিলীন হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে। ভাঙ্গন রোধ করতে না পারলে বিলীন হয়ে যেতে পারে ঐতিহ্যবাহী সরকারি শেরেবাংলা ডিগ্রী কলেজ।
স্থানীয়রা জানান গত কয়েক মাসের ভারী বর্ষণের ফলে শিকারপুর -উজিরপুর সড়কের শেরে বাংলা ডিগ্রী কলেজ সংলগ্ন ব্রিজের পাশে ফাটল সৃষ্টি হয়, সেখান থেকে ভাঙ্গনের সূত্রপাত দেখা যায়।
সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান শরীফ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে আবেদন করেও কোন সাড়া মেলেনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জনান,অতি শীঘ্রই ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।