October 5, 2024, 3:39 pm
মোঃ রায়হান মিয়া ঘাটাইল প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মন্দির পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
বুধরার বিকালে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির নেতাকর্মীদের সাথে নিয়ে ঘাটাইল পৌর এলাকায় হরিমন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অধীর চন্দ্র শাহা,ঘাটাইল উপজেলা বিএনপি সভাপতি মো: সিরাজুল হক সানা, ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলালসহ ঘাটাইল উপজেলা,পৌর বিএনপির সহযোগী সংগঠন ও অঙ্গর সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।