October 12, 2024, 3:53 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছার দেবদুয়ার শেখপাড়া ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত ৪ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার শেখপড়া মাঠে তিনদিন ব্যাপি এ ৪ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতম দিনের উদ্বোধনি খেলায় খোরশেদ ফুটবল একাডেমী ধামরাইল ও ফকরাবাদ আদর্শ যুব সংঘ অংশ গ্রহণ করে। খেলার উদ্বোধন করেন ২নং ওয়ার্ড সদস্য মোঃ আমিনউদ্দীন গাজী ও মোঃ শাহাবুদ্দিন গাইন। দেবদুয়ার শেখপাড়া ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রাসেল হোসেন রাজার সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন, শেখ রফিকুল ইসলাম, শেখ আহম্মদ আকুঞ্জি, শেখ রিয়াজুল আকুঞ্জি, শেখ এনামুল হোসেন, মোঃ আলী সরদার, মোঃ শাহাজাদা খান, শেখ টিকু আকুঞ্জি, শেখ মিকাইল আকুঞ্জি, শেখ রাসেদুজ্জামান ফিনিশ, শেখ আছাদুজ্জামান ময়না, শেখ তারিপ আকুঞ্জি, সাবেক ইউপি সদস্য শেখ ইবাদুল হক, শেখ সোহেল রানা, শেখ হাবিবুর রহমান, শেখ ফয়সাল আকুঞ্জি, শেখ আজমল হোসেন, খেলায় স্বাগতিক দেবদুয়ার শেখপাড়া ফুববল একাডেমী বনাম কাদাকাটি ফুটবল একাদশ অংশ গ্রহণ করবেন। আগামী রবিবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খেলার সমন্বয়ক শেখ রাসেল হোসেন রাজা।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।