March 16, 2025, 9:45 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই বুধবার বিকাল ৩ টায় সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনিষ্টিটিউট মাঠে ফাইনাল খেলায় উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর গড়িয়া প্রাথমিক বিদ্যালয় এর খেলায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বিকাল ৪ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনালে উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বনাম মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর খেলায় মুন্ডপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোর্শেদা পারভীন,এসময় উপস্থিত ছিলেন ডব্লিউ বি ইউনিয়ন ইনিষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন বালী, কামাল হোসেন সবুজ,উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।
পরে অতিথিরা বিজয়ীদের মাঝে গোল্ডকাপ ও মেডেল ও পুরস্কার প্রদান করেন।