October 13, 2024, 3:56 pm
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক রাজুর লাশ বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
জানাযায়,গত শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল বিওপি সীমান্তে ৩৭৫ নং পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পরে রাতে বিজিবি ও পুলিশের উপস্থিততে ৪২ ঘন্টা পর রাজুর লাশ হস্তান্তর করেছে বিএসএফ।লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের কোম্পানি পর্যায়ে কমান্ডার, পুলিশ ও জনপ্রতিনিধি।হস্তান্তরের পর রাজুর পারিবারিক গোরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন,নিহত রাজুর মরদেহ বিএসএফ পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে।মরদেহ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে রাজুর লাশ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য,গত ৫ জুলাই ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে উত্তর দিনাজপুর জেলার গোলাপুকুর থানার তিনগাঁও বিএসএফ রাজুকে লক্ষ্য করে গুলি ছুড়লে রাজ ঘটনাস্থলে নিহত হয়েছেন।
।