October 9, 2024, 7:01 pm
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নতুন বাইসাইকেলের হাতল ধরে দাঁড়িয়ে ছিল ৪৩ জন শিক্ষার্থী। তারা যে খুশি তা দাঁড়ানোর ভঙ্গিতেও প্রকাশ পাচ্ছিল। আর বাইসাইকেল যে তারা চালাতে প্রস্তুত এমন দৃঢ়তা ফুটেছিল ওদের মুখে। এরা সবাই এ উপজেলার প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের সন্তান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মাঝে ৩য় ও ৪র্থ পর্বের গরীব ও মেধাবী ৪৩ শিক্ষার্থীকে বাই সাইকেল ও ৩৪২ জনকে শিক্ষা উপবৃত্তি’র অর্থ বিতরণ করা হয়।
গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম প্রমুখ।
সাইকেল পেয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থী ববিতা মাহাতো বলেন, বাবার আর্থিক অবস্থা বুঝে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার ইচ্ছেটা প্রায় বিসর্জন দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর দেওয়া সাইকেল পেয়ে আমার সেই ইচ্ছে পুরণ হলো। আমি সাইকেল নিয়ে স্কুলে যাব। এ আনন্দ আপনাদের বলে বোঝাতে পারব না।