October 9, 2024, 7:57 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের মৃত আজিজুল হক সরকারের ছেলে সাংবাদিক মশিউর রহমান মিঠু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক মিঠু বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল আনুমানিক ৩ঘটিকার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। এসময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
সাংবাদিক মশিউর রহমান মিঠুর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাকে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।