December 3, 2024, 8:09 pm
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানাধীন এলাকার ব্যারিষ্টার কলেজস্থ কাঁচা বাজারের সামনে থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নির্দেশনায় ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম
এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন ১৩ই জূন ২০২৪; রাত ২০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজস্থ কাঁচা বাজারের সামনে আসামী সুমেশ চাকমা (২৪), পিতা-শান্তি রঞ্জন চাকমা, মাতা-ঝর্না দেবী ,স্থায়ী: কলেজ পাড়া, ছোট পিলেট, উপজেলা/থানা- গুইমারা, জেলা -খাগড়াছড়ি, বর্তমানে-ব্যারিষ্টার কলেজ, দিদার বিল্ডিং, ৪র্থ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মাদক মামলা রুজু হয়। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।