October 9, 2024, 6:24 pm
প্রেস বিজ্ঞপ্তি
হাঁস-মুরগীর খাদ্যে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম(ঈৎ) ব্যবহার হচ্ছে মর্মে অভিযোগ পাওয়ায় রংপুর জেলার ৩টি প্রতিষ্ঠান থেকে ৭টি নমুনা পরীক্ষণের জন্য ঢাকায় প্রেরণ
অদ্য ১২.০৬.২০২৪ খ্রিস্টাব্দে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে- (১) মেসার্স এস.এস এগ্রো ফিডস লিমিটেড, জনকিনাথপুর, জায়গীরহাট, মিঠাপুকুর, রংপুর থেকে স্টার্টার এবং গ্রোয়ার ২টি হাঁস-মুরগীর খাদ্যের নমুনা পরীক্ষণের জন্য সংগ্রহ করা হয়েছে (২) মেসার্স রংপুর পল্ট্রি লিমিটেড, কায়দাহারা, তামপাট, বড়রংপুর, সদর, রংপুর থেকে স্টার্টার, গ্রোয়ার ও ফিনিশার ৩টি হাঁস-মুরগীর খাদ্যের নমুনা পরীক্ষণের জন্য সংগ্রহ করা হয়েছে (৩) মেসার্স জম জম এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ, দেওয়ানটুলী, মাহিগঞ্জ, মহানগর, রংপুর থেকে স্টার্টার ও গ্রোয়ার ২টি হাঁস-মুরগীর খাদ্যের নমুনা পরীক্ষণের জন্য সংগ্রহ করা হয়েছে। উক্ত ৩টি প্রতিষ্ঠানের ৭টি নমুনা সংগ্রহ করে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম (ঈৎ) সনাক্তকরণের জন্য বিএসটিআই, ঢাকার পরীক্ষণ ল্যাবে প্রেরণ করা হয়েছে। কোন বিষাক্ত রাসায়নিক দ্রব্যের উপস্থিতি নিশ্চিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত অভিযানটিতে উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।