October 13, 2024, 8:10 am
মোঃ আনিসুর রহমান আগুন গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি শুকনো গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশ সুপার
মো: কামাল হোসেন,পিপিএম এর নির্দেশনায় ও থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম এর তত্ত্বাবধানে টিম সুন্দরগঞ্জ থানা নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ বলে বহুল আলোচিত মাদক কারবারি মিল্লাত খন্দকার (৩৬), পিতা-মৃত লাবলু খন্দকার, সাং-মধ্য শান্তিরাম, থানা-সুন্দরগঞ্জ গাইবান্ধাকে ৬ কেজি শুকনো গাঁজাসহ পরাণ মধ্যপাড়া নামক স্থান হতে এসআই সৈয়দ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। মিল্লাত মামলার খরচ চালাতে নাকি গাঁজার ব্যবসা করেন বলে জানা গেছে। সে এভাবে ব্যবসা করায় মামলাসহ পুলিশ তাকে গ্রেফতার করেছেন এপর্যন্ত ১৫ বার। পরে তাকে যথাযথ পুলিশ হেফাজতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে থানা অফিসারস ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযান সব সময় চলছে চলবে।