October 5, 2024, 4:16 am
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান ও মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার দুপুরে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে তাদের বরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন।
একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, নবাগত চেয়ারম্যান পারভেজ কবীর, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ওসি সুব্রত কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।
এরআগে নবাগত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয় বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন। বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।