October 14, 2024, 7:51 pm
এম এ আলিম রিপন ঃ সুজানগরে তামাকজাত পণ্যের ব্যবহার হ্রাসের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু,তাতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, দুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আবুল কালাম,সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার থেকে কাজ শুরু করার গুরুত্বারোপ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব বলেন, নিজেকে দিয়ে কাজ শুরু করতে পারলে সেই কাজের ফলাফল সবসময়ই ভালো হয়। তাই আসুন আমরা সকলে মিলে তামাকমুক্ত বিশ^ গড়ে তুলি। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি