October 5, 2024, 2:30 am
অভিজিৎ কুমার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আগামী ৫ই জুন আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঘোড়া মার্কার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শুভন সরকারের সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন।
শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোস্তফা নুরুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভা হয়।
ঘোড়া মার্কার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হোসেন শুভন সরকার জানান, তিনি ব্যক্তিগত জীবনে একজন পরিচ্ছন্ন রাজনীতির মানুষ। ছাত্রজীবন থেকে ছাত্রলীগ শেষে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস, মাদক নির্মূলসহ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবেন।