October 5, 2024, 2:56 pm
নাজিম উদ্দিন রানা : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট বাজুস জেলা শাখা এ আয়োজন করে।
বাজুসের জেলা কমিটির সভাপতি সমীর চন্দ্র কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কিমিটির সহ-সভাপতি মো. রিপনুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. ইমরান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. মজিবর রহমান খান।
প্রধান অতিথি রিপনুল হাসান বলেন, আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর জুয়েলারীকে শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। তিনি প্রতিনিয়ত জুয়েলার্স সদস্যদের খোঁজ রাখেন। জুয়েলার্সরা কেমন আছেন, কিভাবে আছেন তা নিয়েও প্রতিনিয়ত তিনি খোঁজ রাখছেন। বাজুস দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাজুসের সকল জুয়েলারী ব্যবসায়ীকে এক ছাতার তলে নিয়ে আসা হবে। যারা বাজুসের সদস্য নয়, তারা সদস্য না হয়ে ব্যবসা করতে পারবে না। সারাদেশে তাদের তালিকা তৈরীর কাজ চলছে। বিক্ষিপ্তভাবে না থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ কররুন।
তিনি আরও বলেন, ছোট বড় সকল ব্যবসায়ী যাতে মিলেমিশে সন্মানের সাথে ব্যবসা করতে পারে, বাজুস সে লক্ষ্যে কাজ করছে।