April 29, 2025, 7:03 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুন আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিন সোহেল, বিশেষ অতিথি রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সেলীম রেজা।
সাদিয়া আফরিন ও পূজা কর্মকারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলতাফ হোসেন, বদর উদ্দিন, আব্দুর রহমান, অভিভাবক সদস্য হেলাল উদ্দীন, শিক্ষার্থীদের মধ্যে তামিম ইকবাল, নাফিসা নাজনিন, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মুবাসসীর মাহিম, ১০ম. শ্রেনীর তাহমিনা আকতার।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চলছে, এ প্রতিযোগিতায় তোমাদের টিকে থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষা ক্ষেত্রে ব্যপক পরিবর্তন করেছেন। তথ্য প্রযুক্তির যুগে তোমরা টিকে থাকতে না পারলে তোমারাকে টিসু পেপারের মত ব্যবহার করে ফেলে দিবে। তাই তোমাদের ভালভাবে লেখা পড়া করতে হবে, ভাল ফলাফল করতে পারলে, বাবা মার সাথে সাথে শিক্ষকবৃন্দ এলাকাবাসী আনন্দ পান। তাই বাস্তব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গাড়ার কাজে নিয়োজিত হতে হবে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।