April 19, 2025, 8:34 am
রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে নুপুর বেগম-(২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী ও ননদকে আটক করে পুলিশ। নিহত নুপুর বেগম পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের রিপন বেপারীর মেয়ে ও একই এলাকার উত্তর ঠেঙ্গামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী। আজ শুক্রবার বিকালে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার নিহত গৃহবধু নুপুর বেগমকে অসুস্থ অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। কিন্তু হাসপাতাল থেকে গত বুধবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে আজ শুক্রবার দুপুরে ওই গৃহবধু পূনরায় অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্বামী রানা হাওলাদার ও তার ননদ ময়ুরি বেগমকে আটক করেন থানা পুলিশ।
নিহতের বাবা রিপন বেপারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়ে নুপুরকে তার স্বামী রানা ও তার ননদ ময়ুরি নির্যাতন করে হাসপাতালে ভর্তি করেছে। তাই সে মারা গেছে। আমি তাদের বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসা বাদের জন্য নিহতের স্বামী ও তার ননদকে আটক করা হয়েছে।