July 14, 2025, 10:00 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রোপা আমন-সরিষা-বোরো প্যাটান ভিত্তিক বারি সরিষা-১৪ প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাশিমনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবস ও আলোচনা সভার আয়োজন করে। কৃষক পারভেজ হোসেন পলাশের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের খুলনা অ লের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ সুবির কুমার বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী খান, নাহিদ মল্লিক, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক শেখ দ্বীন মাহমুদ ও কৃষক কার্তিক সরকার।