March 25, 2025, 9:19 pm
নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ
শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৭, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদ উল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ভালোবাসায় সিক্ত হলেন জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও জনগণ মনোনীত ট্রাক প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি।
সোমবার (২২জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ,সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ, মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল, বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ সহ সকল ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা । পরে এক মতবিনিময় সভায় ত্রিশালের উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি প্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য।
এসময় শুভেচ্ছা বক্তৃতায় আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি আরো বলেন, কোনো হিংসা-বিদ্বেষ নয়, সবাইকে নিয়ে ত্রিশালের উন্নয়ন করতে চাই। ত্রিশালকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরব আমরা। কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ত্রিশালে চলবে না। এসময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি।
ত্রিশালে কর্মরত সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি বলেন-
আপনারা উন্নয়ন কাজের রেজুলেশন তৈরী করে দিবেন আমি কাজের জন্য ঢাকায় পড়ে থাকব
পিছিয়ে পড়া এলাকাকে উন্নয়নে এগিয়ে নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি ।
এসময় অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ অফিসার ইনচার্জ কামাল হোসেন, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে তিনি ত্রিশাল উপজেলা দলিল লিখক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে সাব রেজিষ্ট্রার –দলিল লিখক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক দুলাল উদ্দীনের নেতৃত্বে লিখক সমিতির নেতৃবৃন্দও কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচছায় বরণ করেন।