April 22, 2025, 5:49 am
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেনুয়া তিলিপুকুর শ্মশান ঘাট ও কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে কালী প্রতিমার বিসর্জন হয়েছে।
প্রতিমা বিসর্জন উপলক্ষে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন বিকেলে প্রতিমা বিসর্জনে অংশ নিতে পুকুর পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
সেনুয়া তিলিপুকুর শ্মশান ঘাট ও কালী মন্দির কমিটির সভাপতি পুলিন চন্দ্র শীল জানান
পূজা অর্চনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য বিরেন বাবু,মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন শীল, কোষাধ্যক্ষ বিষ্ণু শীল প্রমুখ।