February 15, 2025, 6:34 am
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেইজে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ভুল তথ্য ও জাল ছবি দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে নাগেশ্বরী নিউজ ফেসবুক পেইজের বিরুদ্ধে সাধারণ ডাইরী করেছেন নাগেশ্বরীর আলেপের তেপতি এলাকার এসএনবি ইট ভাটার সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম।
জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি এলাকার আলহাজ্ব শমসের আলীর পুত্র ও এসএনবি ইট ভাটার সত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন। ইতিমধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও এসএনবি ইট ভাটার সত্বাধিকারী আব্দুস ছালাম ব্যবসায় সু-নাম অর্জন করায় একটি কুচক্রী-মহল তাদের স্বার্থ হাসিল করতে ব্যবসায়ী আব্দুস ছালামের সু-নাম ক্ষুন্ন এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের লক্ষে “গত (২৮নভেম্বর ২০২৩খ্রিঃ) নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেইজ থেকে (নাগেশ্বরী থেকে রায়গঞ্জ অতিষ্ঠ করেছে এই মাদক সম্রাটরা, যুব সমাজ আজ ধংশের মুখে এই মাফিয়াদের জন্য। গত ২৮ নভেম্বর তেপতি ছালামের ভাটা থেকে ১০৫বোতল ফেন্সিডিল এবং ১৫কেজি গাজা উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।)” নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেইজে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ভুল তথ্য ও জাল ছবি দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে নাগেশ্বরী নিউজ ফেসবুক পেইজের বিরুদ্ধে সাধারণ ডাইরী করেন নাগেশ্বরীর আলেপের তেপতি এলাকার এসএনবি ইট ভাটার সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম। নাগেশ্বরী থানার জিডি নং-১৪১৩ ও তারিখ-৩০-১১-২০২৩।
সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি এলাকার মাওলানা আঃ সালাম, নজরুল ইসলাম নজু, আমিনুল হক মুন্সীসহ অনেকে বলেন, এসএনবি ইট ভাটার সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার বিরুদ্ধে নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেজে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ভুল তথ্য দিয়ে তার সন্মান ক্ষুন্ন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র করছেন একটি প্রতারক চক্র। আমরা নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসএনবি ইট ভাটার সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম বলেন, আমি ব্যবসায় সুনাম অর্জন করায় কিছু অসাধু চক্র ও ব্যাবসার প্রতিহিংসার কারণে এই অপপ্রচার চালানো হয়েছে। তবে আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে নাগেশ্বরী নিউজ নামক ঐ ফেসবুক পেইজের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি জিডি দায়ের করেছি।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত ঘটনা একটি দুঃখজনক। উক্ত বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।